cbn  

আমিনুল কবির:
কুতুবদিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা বাছাইয়ের চূড়ান্ত ফলাফলে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন নুরজাহান আশরাফী।

সে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফ্লাইট.লে.কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
গত ১৩ সেপ্টেম্বর উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা,কর্মকর্তা,কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মনোয়ারা বেগম এবং সদস্য সচিব প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমানসহ কমিটিরি অন্যান্য সদস্যদের উপস্থিতির মাধ্যমে প্রার্থীদের তথ্য-উপাত্ত যাছাই রোধসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা পূর্বক যাচাই-বাচাই করে উপজেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম,বড়ঘোপ ইউপি’র প্যানেল চেয়ারম্যান আবুল কালাম ও উপজেলা স্কাউট সম্পাদক মোহাম্মদ আক্কাস উদ্দিনসহ অন্যান্য শিক্ষক বৃন্দ।
নুরজাহান শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তাৎক্ষনিক তাকে অভিনন্দন জানিয়েছে কর্মরত বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী,ছাত্র-ছাত্রীসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ।

তিনি বলেন,জীবনের যেকোন অর্জন আনন্দদায়ক,তবে কিছু অর্জন নিজেকে খুব বেশী প্রফুল্লিত করে। আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় আমি কুতুবদিয়া উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষিকা নিবার্চিত হয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •