cbn  

এফ এম সুমন, পেকুয়া:

চকরিয়াতে পরিবর্তন চাই” এর উদ্যোগে দেশটাকে পরিস্কার করি দিবস ১৮ ব্যাপক আয়োজনে পালিত হয়েছে। গত ১৫ই সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় চকরিয়া নতুন বাস টার্মিনাল থেকে শুরু হয়ে চকরিয়া পৌর শহরে উত্তর পার্শ্বে পুরাতন বাস টার্মিনালে এসে কর্মসূচী শেষ হয় বেলা ১টায়। যেখানে পরিবর্তন চাই” এর ব্যানারে চকরিয়া পেকুয়ার ১৩টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের বিভিন্ন স্থরের দুই শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবকেরা কয়েকটি দলে ভাগ হয়ে পুরো শহরের ময়লা আবর্জনা পরিস্কার করার চেষ্টা করেন। এবং সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, ময়লার জন্য নির্দিষ্ট ডাস্টবিন ব্যাবহার করা সহ ময়লা আবর্জনা থেকে সৃষ্ঠ রোগ সম্পর্কে সাধারণ মানুষ সহ ব্যাবসায়ী এবং পথচারীদের সচেতন করার চেষ্টা করেন। তারা নিজেরা ময়লা পরিস্কার করেন, ময়লা যেখানে সেখানে না ফেলতে সবাই শপথ বাক্য পাঠ করেন। এবং ভবিষ্যতে এ ব্যাপারে সবাইকে আরো দায়িত্বশীল হওয়ার জন্য মাইকিং করেন। লিফলেট বিতরণ করেন।

তারা বলেন, দেশ আমার পরিস্কারের দায়িত্ব ও আমার, চারিদিকে ময়লা নাই এমন একটি দেশ চাই। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া মহিলা কলেজের অধ্যাপক জুবাইদুল হক। আরো উপস্থিত ছিলেন, টিআইবির চকরিয়ার ম্যানেজার এ জিএম জাহাঙ্গীর আলম, পরিবর্তন চাই” কক্সবাজার উত্তর জেলা চকরিয়া-পেকুয়ার টিম লিডার, গণমাধ্যম ও সাংস্কৃতিককর্মী এফএম সুমন, চকরিয়ার কমান্ডার এইচ এম রুহুল কাদের, টিম লিডারদের মধ্যে মোহাম্মদ আব্দুল্লাহ, নুরুল কবির মিলন, মিরাজুল ইসলাম মিনহাজ, মো. শোয়াইবুল ইসলাম, নুর মোহাম্মদ নুর, সাখাওয়াত হোসেন আদনান, জিয়া উদ্দিন, মো. তানভির, মো. ফারুখ, নুরুল মোস্তফা,আব্দুল্লাহ আল মুরাদ, জাহেদুল ইসলাম,আরফাত হোছাইন, এস এম নিয়ামত উল্লাহ, আরিয়ান সহ ২ শতাধিক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •