এম.জিয়াবুল হক,চকরিয়া :

একাদশ নির্বাচন উপলক্ষে চকরিয়া-পেকুয়া আসনে নৌকার বিজয় নিশ্চিতে আওয়ামীলীগের সাংগঠনিক প্রস্ততির অংশ হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর চকরিয়া পৌর বাসটার্মিনাল মাঠে বিশাল সমাবেশের আয়োজন করছে চকরিয়া উপজেলা আওয়ামীলীগ। সমাবেশে প্রধান অতিথির ভাষন দেবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার বিকালে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগমের টার্গেট নিয়েছেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগ। সেইজন্য কাজ করতে মাঠ পর্যায়ে আওয়ামীলীগের সকলস্তরের নেতাকর্মীদের কাছে বার্তা পৌছাঁনো হচ্ছে। এ কর্মসুচির অংশ হিসেবে গতকাল ১৫ সেপ্টেম্বর দুপুরে মাতামুহুরী সাংগঠনিক উপজেলার নেতাকর্মীদের উজ্জেবিত করতে এক প্রস্তুতি সভা কোনাখালী পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত হয়েছে।

কোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার মোক্তার আহমদ, সোলতান মাহমুদ টিপু।

বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাস্টার জসিম উদ্দিন, প্রচার সম্পাদক আলী আকবর, মেম্বার আহমদ হোসেন, সাবেক মেম্বার আব্বাস উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ হোছাইন মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগের ১নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কালাম, সম্পাদক আজগর আলী, ২নম্বর ওয়ার্ড সভাপতি জাহাংগীর মেম্বার, সম্পাদক জামাল হোছাইন, ৩নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক কালাম বকসু, ৪নম্বর ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার, ৫নম্বর ওয়ার্ড সভাপতি কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ৬নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল হুদা, ৭নম্বর ওয়ার্ড সভাপতি আবদুল হামিদ, সম্পাদক মোহাম্মদ লায়েক, ৮নম্বর ওয়ার্ড সভাপতি ইসহাক কুতুবী, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক আকতার উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেম্বার মনির উদ্দিন, যুবলীগ নেতা ইকবাল বাহার, মো.ইসলাম, ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল বারেক টিপু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এরশাদ, ছাত্রনেতা তারেক, মোশারফ প্রমুখ।

অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেছেন, আগামী একাদশ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে আওয়ামীলীগের সাংগঠনিক প্রস্ততির অংশ হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর চকরিয়া পৌর বাসটার্মিনাল মাঠে স্বরণকালের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা চাই সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির এই সমাবেশে লক্ষাধিক জনতার উপস্থিতি প্রমাণ করবে চকরিয়া-পেকুয়ার মাটি জননেত্রী শেখ হাসিনা তথা উন্নয়নের প্রতীক নৌকার ঘাঁিট। সেইজন্য দলের সকলস্তরের নেতাকর্মীকে কাজ করতে হবে।

উপজেলা চেয়ারম্যান আরো বলেন, একাদশ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনটি আওয়ামীলীগের জন্য সুদিন অপেক্ষা করছে। এবার বঙ্গবন্ধুর আর্দশের পরীক্ষিত নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চকরিয়া-পেকুয়া আসনে নৌকার বিজয় নিশ্চিতে এক এবং অভিন্ন। তিনি বলেন, বর্তমান সরকারের চলমান উন্নয়ন অগ্রযাত্রা আগামীতেও অব্যাহত রাখতে হবে। এজন্য জননেত্রী শেখ হাসিনাকে আগামী একাদশ নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী হিসেবে পেতে চাইলে তৃনমুলে দলের জন্য কাজ করতে হবে। বাংলাদেশকে উন্নত ও মধ্যম আয়ের দেশে পরিণত করতে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই।

২৩ সেপ্টেম্বর চকরিয়া পৌর বাসটার্মিনাল মাঠে স্বরণকালের বিশাল সমাবেশে বিশেষ অতিথির ভাষন দেবেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ মাহাবুব-উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়–য়া, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তাফা ও সাধরণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগমের টার্গেট নিয়েছেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগ। #