শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর :

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে রামু রশিদ নগর এলাকায় দেড় ঘন্টার ব্যবধানে একই স্থানে পৃথক দুর্ঘটনায় অপর এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত যুবককে উদ্ধার করে রামু হাসপাতালে পাঠানো হয়েছে।হাইয়েস মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।তাৎক্ষণিক আহত যুবকের নাম জানা না গেলেও তার বাড়ি রামু চা-বাগান এলাকার বলে জানা গেছে।শনিবার বিকাল ৫ টার দিকে ঘটনাটি ঘটে রশিদ নগর হামির পাড়া ফাহিমা সী পার্ক কমিউনিটি সেন্টারের সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,ঘটনাস্থলের একশ গজের দূরে অপর দুটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ লেগে যান চলাচল আধা ঘন্টা মত বন্ধ থাকে।মাহিদ্রা,টমটম চলাচল করতে দিচ্ছে না হাইওয়ে পুলিশ।আহত যুবকটি মাহিদ্রারা থেকে নেমে অন্য গাড়ীতে উঠতে আসার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি হাইয়েস মাইক্রো যার নং চট্রমেট্টা চ- ১১-৩৯২৬ গাড়ীটি থাকে সজোরে ধাক্কা দেয়।এসময় তার শরীরে বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়।স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।উত্তেজিত জনতা ইট পাটকেল করে গাড়ীটির গ্লাস ভাংচুর করেছে।রামু তুলা বাগান হাইওয়ে পুলিশের ওসি মুজাহিদুল ইসলাম জানান,ঘটনাস্থল থেকেই হাইয়েস মাইক্রোটি জব্দ করা হয়েছে।