মোহাম্মদ হোসেন, চট্টগ্রাম:

চট্টগ্রামের নগরীর আগ্রাবাদস্থ শিশু পার্কে বিনোদনমুখী মানুষ গুলো দুর্ভোগে পড়েছে। বৃষ্টি আর নদীর জোয়ারের কারণে এ বিনোদন কেন্দ্রটি এখন পানিতে থইথই করছে। তাই আগেরমত বিনোদন প্রেমীদেরও দেখা মিলছে না সেখানে। পার্কে ভুক্তভোগিদের সাথে কথা হলে তার এ প্রতিবেদককে জানান,প্রতিদিন বিকেল ৪টার পর থেকে নদীর জোয়ারে পানিতে ডুবে থাকে পার্কের চলাচলের রাস্তার যার কারনে ঘুরাফেরা কস্ট হয়ে পড়ে পার্কের পুরো এলাকায়।

সরেজমিন বৃহস্পতিবার সাংবাদিকরা পার্কে ঘুরে এ সব দৃশ্য চোখে পড়ে। প্রতি জন ৫০ টাকা করে টিকেট বিক্রি হলেও বিনোদন কেন্দ্রটি জরাজীর্ণ ভাবে পড়ে আছে দীর্ঘ কয়েক বছর ধরে। শিশু রাইটার গুলো অকেজো নষ্ট হওয়ায় বিনোদনের সব চেয়ে ক্ষতীগ্রস্ত হচ্ছে শিশুরা। বিষয় গুলো কর্তৃপক্ষের নজরে আনার জন্য জোর দাবী জানান ভুক্কভোগিরা।