নিউজ ডেস্ক:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকাল ১০টা ৫১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরা‌ষ্ট্রের ভূতা‌ত্ত্বিক জ‌রিপ সংস্থা (ইউএস‌জিএস) জা‌নি‌য়ে‌ছে, রিখটার স্কে‌লে ভূ‌মিক‌ম্পের মাত্রা ছিল ৫ দশ‌মিক ৬। এর কেন্দ্র‌ ছিল ভার‌তের আসা‌মের সপ্তগ্রাম থে‌কে ৯ কি‌লো‌মিটার উত্তর পূ‌র্বে ভূ-পৃষ্ঠের ১০ কি‌লো‌মিটার গভী‌রে।

এদিকে আবহাওয়া অধিদফতরের একজন কর্মকর্তা জানান, ভূমিকম্প হয়েছে। এটি বিশ্লেষণের কাজ চলছে। কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেয়া হবে।

রাজধানী উত্তর বাড্ডার অধিবাসীরা ভূমিকম্পের আতঙ্কে বাসাবাড়ি থেকে বেরিয়ে আসার পর হালকা বৃষ্টি নামে। এ সময় অনেকেই বৃষ্টিতে ভিজে যান।

jagonews

জামালপুরের মেলান্দহ উপজেলার কাজাইকাটার গৃহবধূ হেলালী বেগম টেলিফোনে জাগো নিউজকে বলেন, সেখানে ভূমিকম্প হলেও তেমন জোরালো ছিল না। পুকুরের পানি সামান্য দুলে ওঠে। যারা কাজে মনোযোগী ছিলেন, তাদের অনেকে টেরই পাননি।

এছাড়া ময়মনসিংহ, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, পঞ্চগড় ও ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিকম্প অনুভূত হয়েছে।