ডেস্ক নিউজ:
রোহিঙ্গা ইস্যুতে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদে মুসলিম দেশগুলোর সহায়তা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের সঙ্গে ওআইসি জোটভুক্ত দেশের সংসদ সদস্যদের একটি দল দেখা করতে গেলে তিনি এই সহায়তা চান।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে রোহিঙ্গা ইস্যু সমাধানের জন্য ওআইসি সংসদ কী ভূমিকা রাখতে পারে, তা নিয়ে আলোচনা করা হয়।
সংসদীয় দলে ইরান, আলজেরিয়া, মালয়েশিয়া, মরক্কো, সুদান ও তুরস্কের প্রতিনিধিরা ছিলেন। আগামীকাল বুধবার তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।