মোস্তফা কামালঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহা-সড়কে ধারাবাহিক সড়ক দুর্ঘটনা কিছুটা হলেও প্রতিরোধ আনতে অবশেষে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মহা-সড়কের ঝুঁকিপূর্ণ এলাকায় ৫টি জেব্রাক্রসিং স্থাপন করেছে।

রোববার (৯ সেপ্টেম্বর) ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনহাজ হোছাইন জিকু ও সহ-সভাপতি সাজ্জাদ হোসেনের নেতৃত্বে কমিটির নেতাকর্মীরা তাদের নিজস্ব অর্থায়নে এসব জেব্রাক্রসিংয়ের কাজ সম্পন্ন করেছেন।

ছাত্রলীগ কমিটির সহ-সভাপতি ও ডুলাহাজারা শেখ জামাল ক্লাবের সভাপতি সাজ্জাদ হোসেন জানান, ইউনিয়নের মহাসড়কের মাত্র ৩ কিলোমিটার এলাকায় যে সব স্থানে আমরা এখন জেব্রাক্রসিং করেছি, সে সব স্থানে গত ১ বছরে দ্রুতগামী বিভিন্ন গাড়ী চাপায় স্কুল, কলেজ ও মাদরাসা পড়–য়া কোমলমতি শিক্ষার্থীসহ অন্তত ১০-১১ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সড়কে এসব প্রাণ হানির ঘটনায় স্থানীয়রা প্রশাসনের কাছে একাধিকবার মহা-সড়কের এসব স্থানে স্পীড ব্রেকারের দাবী জানিয়ে আসলেও প্রশাসনের পক্ষ থেকে এপর্যন্ত কোন ধরনের উদ্যেগ নেওয়া হয়নি। একারণে ছাত্রলীগের কর্মীরা এই এলাকায় দূর্ঘটনা কমাতে নিজ উদ্যোগে সড়কে জেব্রাক্রসিংয়ের ব্যবস্থা করেছেন।

অপরদিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তরকৃত নিরাপদ সড়ক চাই (নিসচা) চকরিয়া উপজেলা শাখার সমীক্ষা প্রতিবেদনে গত ৫ মাসে ১২টি সড়ক দূর্ঘটনায় ১১১ জন হতাহতের তথ্য প্রকাশ করা হয়। এরই মধ্যে মহাসড়কে ডুলাহাজারা ছাত্রলীগের জেব্রাক্রসিংগুলো দেখে চালকরা সতর্ক হবেন বলে আশা করছেন সচেতন মহলসহ স্থানীয়রা।