সিবিএন:

কক্সবাজার শহরের লারপাড়া এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রির দায়ে তাহেরা খাতুন (২৪) নামে এক গৃহবধুকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার (০৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হুমায়ন রশিদ ভ্রাম্যমান আদালত এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত গৃহবধু পশ্চিম লারপাড়া এলাকার লাল মিয়ার স্ত্রী বলে জানা গেছে।

এরআগে, অভিযান চালিয়ে তাহেরার বসতঘরে বিক্রির সময় ১ শ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে মাদকদ্রব্য অধিদপ্তরের গোয়েন্দরা। পরে ভ্রাম্যমান আদালতে তোলা হলে তাকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।