মো: ছফওয়ানুল করিম, পেকুয়া :

৪৭ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে পেকুয়া জিএমসি ইনষ্টিউশন। গতকাল পেকুয়া শহীদ জিয়াউর রহমান ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলায় মুখোমুখি হয় দুই শক্তিশালী প্রতিদ্ধন্ধি পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশন ও শিলখালী উচ্চ বিদ্যালয়। খেলায় আক্রমন পাল্টা আক্রমনে ৯০ মিনিট জুড়ে দুইদল দর্শক মাতিয়ে রাখলেও গোলের দেখা পায়নি কোন পক্ষ। পরিশেষে ট্রাইবেকারে নির্ধারণ হয় খেলার জয় পরাজয়। শিলখালী উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা ২ টি গোল মিস করলে ভাগ্য খুলে যায় পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের। এ প্রতিযোগিতায় ফুটবলের পাশাপাশি হ্যান্ডবল, সাঁতার, কাবাড়ি প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এত হ্যান্ডবল খেলায় পেকুয়া জিএমসি, কাবাড়িতে শিলখালী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

খেলায় প্রধান অতিথি ছিলেন, পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আফম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত খেলায় বিশেষ অতিথি ছিলেন, পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এম এম শাহাজাহান, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি মো: ছফওয়ানুল করিম, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম, শিলখালী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আসাদুজ্জামান, জিএমসির শিক্ষক নূর মোহাম্মদ প্রমূখ।