প্রেস বিজ্ঞপ্তি
জ্ঞানতাপস স আ ম শামসুল হুদা চৌধুরী কালের গর্ভে জন্ম নেওয়া এক কিংবদন্তীর নাম। সমুদ্র শহরে শিক্ষার আলো জ্বালানোর তাগিদে মোমের মত নিজের সারাটা জীবন তিলে তিলে উজাড় করেছেন। গড়ে তুলেছেন শিক্ষা ও সংস্কৃতির আন্দোলন। তাঁর কর্মযজ্ঞ এখনো আমাদের দেখায় আলোর পথ। আমরা যদি তাঁর অবদানের উপযুক্ত সম্মান দিতে না পারি, তবে তরুণ প্রজন্ম শিক্ষার সৌন্দর্য থেকে উৎসাহ হারিয়ে ফেলবে। তাই আগামীর সন্তানদের জন্য তাঁর স্মৃতিসংরক্ষণ খুবই জরুরী।

শুক্রবার বিকাল ৫টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরী শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত অধ্যক্ষ স আ ম শামসুল হুদা স্মরণে ‘প্রিন্সিপাল স্যার’ শীর্ষক স্মরণানুষ্ঠানে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ উপরোক্ত মন্তব্য করেন। স্মরণানুষ্ঠানে বক্তারা আরো বলেন, আজও নানা সংকটে-সংকল্পে, স্বপ্নে-দ্রোহে-প্রতিজ্ঞায় তিনি ছায়ায় হয়ে আমাদের মাঝে আছে। মানুষ হিসেবে তাঁর শরীরী মৃত্যু হয়েছে, কিন্তু প্রতীক হিসেবে তাঁর মৃত্যু হয়নি। প্রতীকের কখনো মৃত্যু হয় না। স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান কক্সবাজার শহরের বদর মোকাম সড়কস্থ প্রিন্সিপাল স্যারের বাসভবনের সম্মুখ সড়ক স আ ম শামসুল হুদা চৌধুরীর নামে করণের ঘোষণা করেন।

আলোক শিখার মাধ্যমে পুরো অনুষ্ঠানের শুরু হয়। এরপর প্রিন্সিপাল স্যারের স্মরণে গান পরিবেশন করা হয়। শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। আলোচনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সর্বজন শ্রদ্ধেয় এডভোকেট শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীর, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান আরিফ, এডভোকেট আবুল কালাম আজাদ, পৌরসভার সাবেক মেয়র নুরুল আবছার, এডভোকেট নূরুল হক চৌধুরী, প্রফেসর এমএ বারী, অধ্যাপক সিরাজুল মোস্তফা, এডভোকেট আমজাদ হোসেন, নঈমুল হক চৌধুরী টুটুল, প্রিন্সিপাল স্যারে জ্যৈষ্ঠ সন্তান ইউসুফ মো. শামসুল হুদা। সমাপনী বক্তব্য রাখেন কবি আসিফ নুর। সঞ্চালনায় ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা কমিটির সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন ও সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম। গান ও নৃত্যে অংশগ্রহণ করেন, অর্পা দাশ পিউ, অর্পি ভট্টাচায্য, ঐশ্বরিয়া হিয়া, আফিয়া শামা বৃন্তা, সপ্তর্ষী, সাবিদ বিন শাহ।

অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে ছিলেন, মধুসুদন দাশ, ফয়সল সাকিব, মনির মোবারক, ইসমত আরা ইসু, সৌরভ দেব, জুয়েল কুমার ধর অর্জন, অন্তিক চক্রবর্তী।