প্রেস বিজ্ঞপ্তি:
রামুর শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান গ্লোবাল ইংলিশ লার্ণিং সেন্টার (জিইএলসি) এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কেককাটা, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ সহ নানা আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। বৃহষ্পতিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় রামু স্বপ্নপুরী সড়কস্থ তানি শপিং স্টোরের ৪র্থ তলায় গ্লোবাল ইংলিশ লার্ণিং সেন্টার ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক রামু কলেজের অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক নিজামুল হক।
গ্লোবাল ইংলিশ লার্ণিং সেন্টারের প্রধান কো-অর্ডিনেটর মো. সাহেদুল ইসলাম রায়হান এর সভাপতিত্ব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সহকারি কো-অর্ডিনেটর মোহাম্মদ ইব্রাহীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের উপদেষ্টা কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, প্রবীন শিক্ষক লেখক কবি এম সুলতান আহমদ মনিরী, রামু কলেজের শিক্ষক, বিশিষ্ট কন্ঠশিল্পী মানসী বড়–য়া, রামু খিজারী সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজনীন আকতার, সাংবাদিক ও ছড়াকার সোয়েব সাঈদ, কক্সবাজার লিড়ারশীপ ইন্সটিটিউট এর পরিচালক মো. রিদুয়ানুল হক, খুটাখালী ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের পরিচালক মো. তারেকুর রহমান।
ফাহিমা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে গ্লোবাল ইংলিশ লার্ণিং সেন্টারের সহকারি কো-অর্ডিনেটর মোসমাত মাহাদি, আবদুল মাবুদ, মো. আলা উদ্দিন কিশোর, মো. সাইফুল ইসলাম, তফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নিজামুল হক বলেন, কেবল স্কুল-কলেজের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত শিক্ষা অর্জন করা যাবে না। আশপাশের প্রকৃতি, মানবতার শিক্ষাও নিতে হবে। এখন অনেকে উচ্চ শিক্ষিত হয়েও বাবা-মা, শিক্ষক তথা বড়জনদের সম্মান করতে জানেনা। এমনকি উল্টো খারাপ আচরণও করে। এটা দুঃখজনক। এমন শিক্ষার কোন মূল্য নেই। কারো ব্যক্তি জীবনেও এ শিক্ষা কাজে আসবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ বলেন, স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান গ্লোবাল ইংলিশ লার্ণিং সেন্টার রামুতে ইংরেজি শিক্ষার প্রসারে ভুমিকা রাখছে। এটা যেমন ব্যতিক্রমী তেমনি প্রশংসনীয়। তিনি প্রতিষ্ঠানের উন্নয়নে ভুমিকা রাখার আশ্বাস দেন।
পরে অতিথিবৃন্দ কেটে কেটে গ্লোবাল ইংলিশ লার্ণিং সেন্টারের ১ম বর্ষপূর্তি উদযাপন করেন। মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে। বর্ষপূর্তি উপলক্ষ্যে গ্লোবাল ইংলিশ লার্ণিং সেন্টারকে বর্ণিলভাবে সাজানো হয়।