প্রেস বিজ্ঞপ্তি :

রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নে গোয়ালিয়া পালং হাইস্কুল মাঠে কৃষক লীগ সম্মেলনের প্রধান অতিথি কৃষক লীগ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা রেজাউল করিম বলেন, বাংলার জনগণ ৫৪, ৭০ এ নৌকায় ভোট দিয়ে স্বাধীনতার পক্ষে গণরায় দিয়েছিল। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের জনগণ দীর্ঘ একুশ বছর পর নৌকায় ভোট দিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছিল। তার বক্তৃতায় আরো বলেন, ২০০৬ সালে এবং ২০১৪ সালে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত সমৃদ্ধ। এখন কোন মানুষ না খেয়ে মারা যায় না। খাদ্যের কোন ঘাটতি নেই। তিনি বলেন, জনগহণ আবারো নৌকায় ভোট দিতে প্রস্তুত। নৌকার গণজোয়ার উঠেছে। জননেত্রী শেখ হাসিনাকে বার বার প্রধানমন্ত্রী দেখতে চায়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক লীগ সভাপতি সৈয়দ আলম সোলতান মেম্বার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল মাবুদ, উপজেলা আওয়ামী লীগ নেতা জেলা পরিষদ সদস্য শামশুল আলম, উপজেলা কৃষক লীগ সভাপতি সালাহ্ উদ্দীন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা কৃষক লীগ যুগ্ম সম্পাদক, শেখ ইয়াকুব ইমন, জুয়েল ধর, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির আহমদ, ইউনিয়ন কৃষক লীগ সাধারণ সম্পাদক আবদু গফুর, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।