গত ২সেপ্টেম্বর কক্সবাজার নিউজ ডটকম, দৈনিক আজকের দেশবিদেশ,আপন কন্ঠ, আমাদের কক্সবাজার ও ৫ সেপ্টেম্বর দৈনিক সকালের কক্সবাজার পত্রিকায় প্রকাশিত চৌফলদন্ডীতে অপ্রতিরোধ্য ইয়াবা ব্যবসা শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন দুই সহোদর। উল্লেখিত সংবাদে আমাদের নাম দেখে রীতিমত হতবাক হই। সংবাদে আমরা দুই ভাইকে জড়িয়ে যে গল্পকাহিনী সাজানো হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন যার বিন্দু মাত্র সত্যতা নেই। মূল কথা হচ্ছে, আমি দিল মোহাম্মদ ১৪ বছর ধরে টেকনাফ শহরে গার্মেন্টস ও কসমেটিকস সামগ্রির দোকান করে আসছি। আর আমার ছোট ভাই শওকত আলম কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসায় অধ্যয়নরত । বিগত ৭/৮ বছর ধরে আমাদের বসত বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।এ বিরোধকে কাজে লাগিয়ে একটি স্বার্থন্বেষী মহল দেশের প্রধান সমস্যা ঘাতক মরণ নেশা ইয়াবার মত অবৈধ ব্যবসার বাহানা দিয়ে সংবাদকর্মী ভাইদের মিথ্যা তথ্য দিয়ে এলাকায় আমাদের এবং পরিবারের মানহানী এবং অপপ্রচার ও হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। আমরা দুই ভাই অপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই- আমাদের নামে বাংলাদেশের কোন আদালত, থানা কিংবা গ্রাম আদালতে ইয়াবা সংক্রান্ত অথবা অন্য কোন অভিযোগ দেখাতে পারে আমরা স্বেচ্ছায় আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কারাবরণ করব। এমন কি স্থানীয় এমইউপি মোহাম্মদ মিয়া জঙ্গীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরাও অবগত আছে যে আমরা কোনদিন সমাজ এবং রাষ্ট্র বিরোধী কর্মকার্ডে লিপ্ত ছিলাম না।সংবাদে আমরা ইয়াবা ব্যবসা করি বলে যে কথা উল্লেখ করেছে ডাহা একটি বানোয়াট, এ নিয়ে এলাকায় হাস্যরহস্যের সৃষ্টি হয়েছে। কারন আমি ব্যবসার কারনে মাসের পর মাস টেকনাফ অবস্থান করি আর ছোট ভাই শওকত আলম লেখাপড়ার সুবাদে দিনের বেশি সময় কক্সবাজার শহরে অবস্থান করে থাকে।গ্রামে আসার সময়ও পায় না না আমরা।একটি কুচক্রী মহল আমাদের সরলতার সুযোগে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন ও প্রশাসনকে বিভ্রান্তি করাসহ হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এসব অপপ্রচার চালাচ্ছে। যারা এ অপপ্রচারে লিপ্ত রয়েছে আমরা এদের চিহ্নিত করে আইনের আওতায় আনব।পরিশেষে সংবাদপত্রে আমাদের নাম প্রকাশ ও মিথ্যা সংবাদ পরিবেশন হওয়ায় সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
দিল মোহাম্মদ

শওকত আলম

পিতাঃ মৃত আব্বাছ আহমদ
সাং সিকদার পাড়া,চৌফলদন্ডী,সদর কক্সবাজার।