সৌদিআরব থেকে সংবাদদাতা:
গত ৩ সেপ্টেম্বর মধ্যরাতের সংবাদে বেসরকারি  টিভি চ্যানেল এনটিভিতে সৌদিআরবের মদিনা মনোয়ারায় মসজিদে নববীর দশ নাম্বার টয়লেটের পাশে খোলা আকাশের নিচে কখনো খেয়ে আবার না খেয়ে, ছয়মাস ধরে পঙ্গুত্ব জীবনযাপন করছে জামালপুর – উপজেলা সরিষা’বাড়ি পুটিয়াপাড়া গ্রামের  মেছের আলীর ছেলে সুমন আলী  এই সংবাদটি প্রকাশ হওয়ার ফলে নিউজটি অল্প সময়েই দেশ বিদেশে ব্যাপক সাড়া ফেলে। মদিনার বিসিষ্ট ব্যবসায়ী রুমেল এনটিভিতে প্রচারিত সংবাদটি হজ করতে আসা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়ের আ জ ম নাছির উদ্দিনকে দেখালে তিনি নিজে সরেজমিনে এসে দেখেন এবং  আর্থিক সহযোগিতা করেন পাশাপাশি দেশে গিয়ে যেন চিকিৎসা করতে পারে সেজন্য দেশে গিয়ে দেখা করতে বলেন। এই সময় উপস্থিত ছিলেন মদিনা সাংবাদিক পরিষদের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী রাশেদ, মদিনা কমিউনিটি নেতা সাহাদাত হোসেন মজুমদার, মদিনা ব্যবসায়ী রোমেল ও মদিনা সাংবাদিক পরিষদের অর্থ সম্পাদক দেলওয়ার হোসেন সুমন।
অসুস্থ সুমন আলী বৃহস্পতিবার দেশে যাওয়ার কথা রয়েছে :
উল্লেখ্য, গত (এগার) মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে আসেন জামালপুরের সুমন আলী নামের এক প্রবাসী বাংলাদেশী।  পরিচিত এক লোক থেকে ভিসা ক্রয় করে সৌদি আরব রাজধানী রিয়াদে আসেন। ৭ মাস পরে আকামা হাতে পেয়ে কাজের সন্ধানে মদিনা মনোয়ারায় আসেন।   কিছু দিন কাজ করার পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুমন আলী -অসুস্থতার কারন দেখিয়ে চাকরি থেকে বের করে দেন প্রতিষ্ঠানের মালিক। সেই থেকে মদিনা মনোয়ারায় মসজিদে নববীর দশ নাম্বার টয়লেটের পাশে খোলা আকাশের নিচে কখনো খেয়ে আবার না খেয়ে, ছয়মাস ধরে পঙ্গুত্ব জীবনযাপন করছে জামালপুর উপজেলা সরিষা’বাড়ি পুটিয়াপাড়া গ্রামের  মেছের আলীর ছেলে সুমন আলী।