সোয়েব সাঈদ, রামু :

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন, রামুতে বিকেএসপি নির্মাণ সম্পন্ন কক্সবাজার জেলাবাসী ক্রীড়াক্ষেত্রে আরো একধাপ এগিয়ে যাবে। সৃষ্টি ক্রীড়া চর্চার অবারিত সুযোগ। তিনি বলেন, ক্রীড়া ক্ষেত্রে বর্তমান সরকারের অবদান সবচেয়ে বেশী। ফুটবল এবং ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়রা এখন দেশে-বিদেশে সুনাম বয়ে আনছে। কেবল ক্রীড়া নয় দেশের উন্নয়ন বর্তমান সরকারের বহুমুখি উন্নয়ন এখন সর্বত্র দৃশ্যমান। রেল লাইন বাস্তবায়ন হবে তা মানুষ কেবল কল্পনা করত, রামুতে বিকেএসপি হওয়ার কথা কেউ কল্পনাও করেনি। কিন্তু জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মানুষের কল্পনাকে এখন বাস্তবে রূপ দিচ্ছেন। উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষা করতে হলে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিপুল ভোটে জয়ী করতে হবে।

এমপি কমল সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে রামুর জোয়ারিয়ানালায় নির্মাণাধিন বিকেএসপি খেলার মাঠে রামু উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টর্ণামেন্ট (অনুর্ধ ১৭) ২০১৮ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহন্দ প্রিন্স, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউএনও লুৎফুর রহমান। উদ্বোধনী দিনে সকালে ২টি এবং বিকালে ২টি ম্যাচ অনুষ্টিত হয়।