cbn  

নিজস্ব প্রতিবেদক:
অ্যানাক্যাথরিন গুডম্যান, এমডি, প্রফেসর, অবস্ট্রেটিকস্, গাইনোকোলজি এন্ড রিপ্রোডার্কট্রিভ বায়োলজি অব হার্ভার্ড মেডিকেল স্কুল, যুক্তরাষ্ট্র হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্্েরন অব বাংলাদেশ পরিদর্শন করেন। হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডা. ইফতিখার মাহমুদ, এমডি এর আমন্ত্রনে অ্যানাক্যাথরিন তিনদিনের এক সফরে কক্সবাজার আসেন। সকালে হোপ ফাউন্ডেশনের কান্ট্রি অফিস চেইন্দা’য় পৌঁছলে হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডাইরেক্টর কমান্ডার (অবঃ) এস এম ফেরদৌসুজ্জামান, পিএসসি এবং চীফ অপারেটিং অফিসার (সিওও) কে, এম, জাহিদুজ্জামান তাকে উষ্ণ অর্ভ্যথনা জানান। এরপর কমান্ডার ফেরদৌসুজ্জামান হোপ ফাউন্ডেশনের স্বাস্থ্য বিষয়ক সকল কার্যক্রমসমুহ উপস্থাপন করেন। পরে অ্যানাক্যাথরিন হোপ হসপিটাল এবং নির্মানাধীন হোপ ম্যার্টানিটি এন্ড ফিস্টুলা সেন্টারও ঘুরে দেখেন। তিনি হোপ ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

ডা. অ্যানাক্যাথরিন আগামী দুইদিন উখিয়া উপজেলায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অবস্থিত হোপ ফিল্ড হাসপাতাল ফর উইমেন এবং হোপ কর্তৃক যৌথভাবে পরিচালিত বিভিন্ন সরকারী-বেসরকারী ক্লিনিকসমুহ, রামু ও সদর উপজেলায় অবস্থিত বিভিন্ন হোপ বার্থ সেন্টার (নরমাল ডেলিভারী সেন্টার) ও হোপ মেডিকেল সেন্টারসমুহ ঘুরে দেখবেন। তিনি তার সফর শেষে হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্্েরন এর কাছে একটি সুপারিশ প্রতিবেদন প্রদান করবেন, যাতে হোপ ফাউন্ডেশন উক্ত সুপারিশসমুহ বাস্তবায়ন করে আরো বেশী মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান করতে পারে।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •