সংবাদদাতা:
অর্ধ কোটি টাকা মূল্যের শিক্ষা বৃত্তি নিয়ে উচ্চশিক্ষায় চীন যাচ্ছেন মহেশখালীর সন্তান কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৌরভ চৌধুরী।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সাথে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মধ্যকার ছাত্র বিনিময় চুক্তির অংশ হিসেবে এই বৃত্তি প্রতিবছর বাংলাদেশ থেকে একজনকে দেয়া হয়।এই ধারাবাহিকতায় আওয়ামী লীগের পক্ষ থেকে এর ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ থেকে বিভিন্ন যাচাই বাছাইয়ের পরে একজন রাজনৈতিক কর্মীকে মনোনয়ন দেয়া হয়। যাচাই বাছাইয়ের শর্ত সমূহের মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষা, সংগঠনের জন্যে অবদান, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও ইতিহাস, দুঃসময়ে সংগঠনের জন্যে অবদান, সংগঠনের প্রতি আনুগত্য ইত্যাদি বিচারে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মুজাহিদুল হক সৌরভ কে মনোনীত করা হয়।
তিনি চীনের স্বনামধন্য Wuhan University of Technology তে ব্যবস্থাপনার উপর স্নাতকোত্তরে পড়াশোনা করবেন।ইতোপূর্বে তিনি University of London থেকে Bachelor of Law সম্পন্ন করেছেন এবং Nottingham Trent University থেকে International Commercial Law (Distance Learning) এর উপর মাস্টার্স করছেন।
তিনি বড় মহেশখালীর ফকির ঘোনার একরামুল হক ও সেলিনা আক্তারের গর্বিত সন্তান।