সংবাদদাতা:
কক্সবাজার জেলা কারাগারে এক উপজাতি বন্দির পাকস্থলী থেকে ৯৫০ টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।এঘটনায় মামলা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
রামু থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর জানান, ১ সেপ্টেম্বর সন্ধ্যার সময় রামু থানাধীন কক্সবাজার টেকনাফ মহাসড়কে বসুন্ধরা সিটির সামনে থেকে বেমারন তংচংগা (৩০) নামক এক উপজাতি যুবককে আটক করা হয়।পরে তার দেহ তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শনিবার তাকে আদালতের মধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
রবিবার সকাল কারা অভ্যান্তরে তার পাকস্থলী থেকে ৯৫০ টি উদ্ধারের সংবাদ পাওয়া গেছে।
কারা অভ্যান্তরে দায়িত্বরত সুবেদার আমিনুল ইসলাম জানান, আসামীর গতিবিধি সন্দেহ হলে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়।পরে কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে বিশেষ কায়দায় তার পাকস্থলী থেকে উক্ত ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধার করা হয়।
কক্সবাজার জেলা কারাগারের ডেপুটি জেলার মো. শাহাদাত হোসাইন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।