শরতের কাব্য

প্রকাশ: ৩১ আগস্ট, ২০১৮ ০৫:৫০

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে



শিখর চৌধুরী


মেঘ উড়ে আকাশে বিরামহীন,

ঘরে বসে কাব্য লিখি আর দেখি ।

পেজা তুলোর সাথে সাথে বৃষ্টি¯œাত প্রহর;

কাশঁফুলগুলো যেন ফুলে ফেপেঁ উঠেছে দক্ষিণা হাত্তয়ায়।

বিজুলী আসে মাঝে মাঝে,

শরতের নতুন কলরবে ।

চমকে আসে মনে ষড়ঋতুর বারতায়

প্রকৃতির বারতা কী সমঝোতার কথা বয়ে আনে!

আমার কলমের কাব্য রসে।।