সংবাদদাতা :

মাইজভাণ্ডার দরবার শরিফের আধ্যাত্মিক মনীষী শায়খুল ইসলাম, হযরত আল্লামা শাহ্সূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর (ক.) দু’দিনব্যাপী ৭ম বার্ষিক ওরশ শরীফ দেশ-বিদেশ থেকে আসা লাখো ভক্ত জনতার অংশগ্রহণে দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ৩০ ও ৩১ আগস্ট বৃহস্পতিবার এবং শুক্রবার দরবার শরিফে ওরশ উপলক্ষ্যে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ, ফ্রি চিকিৎসা, মাদকের বিরুদ্ধে গণ স্বাক্ষর, ব্লাড গ্র“পিং ক্যাম্পেইন, রওজায় গিলাফ চড়ানো, জীবনী আলোচনা, ওয়াজ, মিলাদ-মাহফিল ও তবারুক বিতরণ। এ উপলক্ষ্যে আয়োজিত মাহফিল ও জীবনী আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাইজভাণ্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন রাহবারে শরীয়ত ও ত্বরীকত হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী আল্-মাইজভাণ্ডারী (মা.জি.আ.) বলেছেন, পৃথিবীর মানুষকে সুপথ দেখানো এবং আল্লাহ-রাসূল মুখী করাই হচ্ছে আউলিয়ায়ে কেরামের জীবন দর্শন। যুগে যুগে এজন্যই নবী-রাসূল ও আউলিয়ায়ে কেরামের আবির্ভাব ঘটেছে। তেমনি এক অনন্য সাধারণ আধ্যাত্মিক মনীষী হলেন হুজুর গাউছুল ওয়ারা হযরত শাহ্সূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.)। বিভ্রান্ত সুপথকামী মানুষকে আল্লাহওয়ালা বানানো, নৈতিক চরিত্র গঠনে উদ্বুদ্ধ করা এবং মনুষ্যত্ববোধের চেতনায় উজ্জীবিত করাই ছিল হযরত শাহ্সূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর (ক.) জীবন দর্শন ও মিশন। এ পথেই রয়েছে মানবজাতির শান্তি ও মুক্তি। মানবিক সুন্দর পৃথিবীর স্বপ্নদ্রষ্টাই হলেন আউলিয়ায়ে কেরাম। তিনি প্রত্যাশিত শান্তি ও মুক্তি পেতে বিশ্ববাসীকে আউলিয়ায়ে কেরামের নির্দেশিত মত ও পথে চলার আহ্বান জানান। ওরশ মাহফিলে বিশেষ অতিথি ছিলেনÑ শাহজাদায়ে গাউছুল আ’যম আলহাজ্ব সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী (মা.জি.আ.), শাহজাদায়ে গাউছুল আ’যম আলহাজ্ব সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল্-হাসানী (মা.জি.আ.)। হযরত মাওলানা বাকের আনসারীর পরিচালনায় ওরশ মাহফিলে অতিথি ও আলোচক ছিলেনÑ হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহা সচিব এড. কাজী মহসীন চৌধুরী, আন্জুমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খলিফা শাহ্ মো: আলমগীর খান, হযরত মাওলানা মুফতী বাকি বিল্লাহ আল্-আযহারী, আন্জুমান কেন্দ্রীয় সহ-সভাপতি খলিফা আলহাজ্ব কবির চৌধুরী, খলিফা হযরত মাওলানা রুহুল আমীন ভূঁইয়া চাঁদুপরী, খলিফা মাওলানা মো: আব্দুস ছাত্তার, মইনীয়া ওলামা মাশায়েখ ফোরামের চট্টগ্রাম জেলার আহ্বায়ক হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, আন্জুমান চট্টগ্রাম মহানগর সভাপতি খলিফা আল্হাজ্ব বোরহান উদ্দিন, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক খলিফা কাজী মো: শহীদুল্লাহ খলিফা মোজাহের আলম, খলিফা জসিম উদ্দিন ভূঁইয়া প্রমুখ। সালাত সালাম শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন হুজুর কেবলার স্থলাভিষিক্ত আওলাদ হযরত মাওলানা শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।