ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার সদরের ঝিলংজার ধর্মপ্রিয় মানুষের বসতিপূর্ণ এলাকা খরুলিয়া। স্বকীয় ভূমিকার কারণে দীর্ঘকাল থেকে এই এলাকার ঐতিহ্য রয়েছে। উন্মুক্ত নাট্যমঞ্চসহ বিভিন্ন অপরাদের বিরুদ্ধে খরুলিয়াবাসীর অবস্থান সমবেশী সবার জানা। কিন্তু সেই এলাকায় হঠাৎ মাদকের ছড়াছড়ি ভাবিয়ে তুলেছে এলাকাবাসীকে। অবশেষে মাদক ঠেকাতে ঐক্যবদ্ধ হয়েছে সব শ্রেনী পেশার মানুষ।
ঝিলংজা ইউনিয়নের ১৭টি মসজিদের ইমাম, রাজনীতিবিদ, সমাজসেবক, স্কুল মাদরাসার শিক্ষক, ব্যবসায়ীসহ মান্যগন্য ব্যক্তিদের নিয়ে শুক্রবার (৩১ আগষ্ট) সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
খরুলিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সোলতানের সাহসি উদ্যোগেই ব্যতিক্রম সভাটি অনুষ্ঠিত হয়।
সভা চলাকালে দুই মাদকসেবীকে ইয়াবা ও সেবনসামগ্রীসহ হাতেনাতে ধরে এনে প্রশাসনের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। পরে প্রত্যেককে এক বছর করে কারাদন্ড প্রদান করেছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাবিবুল হাসান।
সাজাপ্রাপ্তরা হলো- সদরের ঈদগাঁও হাসিনা পাড়ার নূর হোসেনের ছেলে শহিদুল ইসলাম ও ঝিলংজা ইউনিয়নের নতুন মেডিকেল কলেজ এলাকার আব্দু শুক্কুরের ছেলে করিম।
খরুলিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাস্টার হাবীব আহমমের সভাপতিত্ব ও ইউপি সদস্য শরীফ উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান টিপু সোলতান, খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি মাওলানা আমিনুল হক, সিকদারপাড়া মসজিদ কমিটির সভাপতি মাওলানা মাঈন উদ্দিন, সাধারণ স¤পাদক নুরুল আবছার, বিএনপি নেতা মোস্তফা কামাল, মাওলানা আজিজুল হক, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, মাওলানা আবুল কালাম আজাদ, মুহাম্মদ আলম, মাওলানা হোসাইন, নাছির উদ্দিন মেম্বার, ছলিমুল হক মেম্বার, খরুলিয়া তালিমুল কুরআন মাদরাসার পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম শামস, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল আজিজ, মুহাম্মদ আয়াস, দেলোয়ার হোসাইন, রশিদ আহমদ, নাজির হোসাইন, মাস্টারপাড়া সমাজ পারিচালনা কমিটির উপদেষ্টা নুরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ঝিলংজা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আলম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জাতীয় ছাত্র সমাজের কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মোঃ বেলাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা মাহিউদ্দিন সোহেল, বিএনপি নেতা ইউনুচ, ব্যবসায়ী আজিম খান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শালিক প্রমুখ। এছাড়া সভায় স্থানীয় ৫শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ঝিলংজাকে মাদকমুক্ত করতে ঘরে ঘরে অভিযান চালানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যারা মাদকের সাথে জড়িত হবে তাদের কঠোরভাবে দমনের কথাও জানানো হয়।
বক্তারা বলেন, খরুলিয়া একটি ঐতিহ্যবাহী এলাকা। বহিরাগত কিছু লোক বসতি স্থাপনের পর থেকে এখানে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা শুরু হয়েছে। যে কারণে এলাকার সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি উঠতি বয়সী অনেকে মাদকাসক্ত পয়ে পড়ছে। যেভাবে হোক খরুলিয়া মাদকমুক্ত করা হবে। রাঘববোয়ালদের রেহায় দেয়া হবেনা। সিদ্ধান্তের সাথে উপস্থিত সবাই হাত তুলে সমর্থন জানায়। ইউপি সদস্য শরিফ উদ্দিন, সংবাদকর্মী শাহিন মাহমুদ রাসেলসহ একদল যুবক মাদক বিরোধী সভা আয়োজনে বিশেষ সহযোগিতা করেছেন বলে স্থানীয়রা জানায়।