শহর প্রতিনিধি :
কক্সবাজার শহরের বিমান বন্দর সড়কে কোরবানি পশুর বর্জ্য অপসারণ করেছে ছাত্রলীগ।
পশু জবাই করা স্থানগুলো পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা৷
উক্ত সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ায় স্বস্তির নিঃশ্বাস নিয়ে চলাফেরা করছে এলাকাবাসী।
ঈদের দিন বুধবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জনবহুল এলাকা বিমান বন্দর সড়কের নুনিয়া ছড়ায়
বর্জ্য অপসারণের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলা হয়েছে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মইন উদীন জানান- কোরবানির পরপরেই তারা নিজ উদ্যোগে বাসাবাড়ি থেকে পাইপ দিয়ে পানি টেনে কোরবানির বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন।
পশুর নাড়ি-ভুড়ি-হাড়-বর্জ্য একটা নির্দিষ্ট স্থানে জমা রাখা হয়। পরে বালতি দিয়ে সেগুলো দূরবর্তী স্থানে নিয়ে যাওয়া হয়।
তিনি আরো বলেন- পর্যটন নগরীর বাসিন্দা হিসেবে আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব রয়েছে। সবকিছু সরকারের ওপর ছেড়ে দিলে হবে না। কক্সবাজার পৌর ছাত্রলীগ ও ০২নং ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে তিনি পুরো এলাকায় বর্জ্য অপসারণ করেছেন৷