জে.জাহেদ,চট্টগ্রাম :

চট্টগ্রাম মহানগরীর জামিয়াতুল ফালাহ জামে মসজিদে ঈদের জামায়াতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, পিপিএম।

২১শে আগস্ট মঙ্গলবার দুপুর ১২টায় ঈদ-উল-আযহা উপলক্ষ্যে তিনি ঈদগাহ্ ময়দান ঘুরে দেখেন।

এ সময় পুলিশ কমিশনার উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নিরাপত্তার স্বার্থে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। ঈদের জামায়াতে প্রবেশ ও বাহিরের পথে আর্চওয়ে গেইট,মেটাল ডিটেকটর মজুদ থাকবে।

পোশাক পরিহিত পুলিশের পাশপাশি সাদা পোশাক পরিহিত গোয়েন্দা পুলিশসহ তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

যে সকল নগরবাসী ঈদ উপলক্ষে শহর ছেড়েছেন তাদের বাসাবাড়ির নিরাপত্তার জন্য বিশেষ মোবাইল টিম মোতায়েন থাকবে বলে জানান।

এছাড়াও তিনি আরো বলেন, নগরীর প্রধান ঈদ জামায়াত জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদের জামায়াতে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি বহাল থাকবে। কোরবানির পশুর চামড়া যাতে অবৈধভাবে পাচার হতে না পারে তার জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।