বিশেষ প্রতিবেদক:
এবার থানার ওসির গাড়ীর ধাক্কায় ক্ষতবিক্ষত হলো যাত্রীবাহী সিএনজি। তবে পুলিশের গাড়ীটির তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছেন।
সোমবার (২০ আগষ্ট) বিকাল ৪টার দিকে রেজুখালের ব্রীজের উপর ঘটনাটি ঘটে। ওই সময় কক্স. জেলা পুলিশ-২৬ নাম্বারধারী গাড়ীতে বসা ছিলেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের। তিনি গাড়ীতে করে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন।
ধাক্কায় সিএনজিতে থাকা মহিলাসহ কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। তবে, তাদের পরিচয় জানা যায়নি।

আহত এক মহিলা যাত্রী জানায়, রেজুখালের ব্রীজের উপর তাদের সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয় পুলিশের একটি গাড়ী। এতে তারা আঘাত পায়।
স্থানীয়দের দেয়া তথ্য মতে, উখিয়া থেকে পুলিশের গাড়িটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। এ সময় প্রচন্ড গতিতে গাড়িটি সিএনজি (কক্সবাজার থ-১১-৪২০৮)কে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের গাড়িতে ছিলেন।
এ বিষয়ে জানতে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়েরকে ফোন করলে তিনি ফোন ধরেননি।