প্রেস বিজ্ঞপ্তি:

এডভোকেট মোহাম্মদ আবদুস ছোবহান এর মৃত্যুতে নির্ধারিত ‘ফুলকোর্ট রেভারেন্স’ জেলা জজ মীর শফিকুল আলম এর সভাপতিত্বে তাঁর এজলাস কক্ষে ১৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় আরম্ভ হয়। ফুলকোর্ট রেভারেন্সের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা আইনজীবী সমিতির মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল হক।

প্রয়াত এডভোকেটের জীবন বৃত্তান্তসহ শোকপত্র পাঠ করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম। মাননীয় জেলা জজ মহোদয় সমাপনী বক্তব্য প্রদানে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও ‘ফুলকোর্ট রেভারেন্স’ ঘোষণা করেন এবং মরহুম বিজ্ঞ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উক্ত ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠান পরিচালনা করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট মোহাম্মদ ইউনুছ।

পরে জেলা ও দায়রা জজ বাহাদুর এর এজলাস কক্ষ হতে ফুলকোর্ট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির সম্মানিত সভাপতি এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম এর সভাপতিত্বে সকাল সাড়ে ১১ টার সময় মরহুম এডভোকেট মোহাম্মদ আবদুস ছোবহান’র স্মরণে শোকসভা আরম্ভ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন।

উক্ত শোকসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন, এডভোকেট আহসান উল্লাহ, এডভোকেট নুরুল আলম, এডভোকেট কাশেম আলী, এডভোকেট মাহাবুবুর রহমান, এডভোকেট আবদুর রহিম, এডভোকেট আকতার উদ্দিন হেলালী, এডভোকেট নেজাম উদ্দিন, এডভোকেট আবদুল বারী (১), এডভোকেট একরামুল হুদা, এডভোকেট হোছাইন আহমদ আনসারী, এডভোকেট আমির হোসেন, এডভোকেট দীলিপ কুমার আচার্য্য, এডভোকেট ইকবালুর রশিদ আমিন এবং মরহুম মোহাম্মদ আবদুস ছোবহান এর বড় ছেলে সামাদ নূর সোবহান জিসান প্রমুখ।

সভা শেষে মরহুম মোহাম্মদ আবদুস ছোবহান এডভোকেট এর আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন এডভোকেট নেজামূল হক।

উল্লেখ্য, মোহাম্মদ আবদুস ছোবহান এডভোকেট বিগত ৩ আগস্ট’ হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নানিলিল্লাহি…… রাজেউন)। একইদিন বাদ এশা স্থানীয় নুনিয়াছড়াস্থ কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা এবং পরদিন ৪ আগস্ট শনিবার বাদ যোহর উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ডিগলিয়াপালং জোড়া পুকুর সংলগ্ন মসজিদ মাঠে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।