এম.আজিজ রাসেল:
শহরে ৬১টি স্থানে কোরবানী পশু জবাই করার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। কক্সবাজার পৌরসভার ১২ ওয়ার্ডে নির্ধারিত স্থান থেকে বর্জ্য অপসারণে থাকবে বিশেষ দল। নির্ধারিত স্থানে পশু জবাইয়ে মনিটরিংয়ের দায়িত্বে থাকবে স্ব স্ব ওয়ার্ডের কাউন্সিলর ও সমাজপতিরা। নির্ধারিত স্থান ছাড়া অন্য স্থানে পশু জবাই করলে গর্ত করে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ মাটি চাপা দিতে হবে। জবাইয়ের পর উচ্ছিষ্ট অংশ নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মোঃ মাহিদুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবিদ হাসান, সদর ইউএনও মোঃ হাবিবুল হাসান, রামুর ইউএনও মোঃ লুৎফুর রহমান, জেলা তথ্য অফিসার নাছির উদ্দিন, জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ নজরুল ইসলাম, জেলা মার্কেটিং অফিসার মোঃ শাহজাহান আলী, কাউন্সিলর আকতার হোসেন, কক্সবাজার পৌরসভা সচিব রাসেল চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কাশেমী।

পৌরসভার তথ্যানুযায়ী ৬১ স্থানে পশু জবাইয়ের নির্দিষ্ট জায়গাগুলো হলো- ১ নং ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়া পাড়া বায়তুশ শরফ ফোরকানিয়া মাদ্রাসার মাঠ, পশ্চিম কুতুবদিয়া পাড়া বায়তুর রিদুয়ান জামে মসজিদ সংলগ্ন মাঠ, মধ্যম কুতুবদিয়া পাড়া বড় মসজিদ সংলগ্ন মাঠ, সমিতি পাড়া বাজার মাঠ, মধ্যম কুতুবদিয়া পাড়া বায়তুশ শরফ মজিদের পশ্চিমে খোলা মাঠ, ফদনার ডেইল কেন্দ্রীয় মসজিদের পাশের মাঠ, ২ নং ওয়ার্ডের- উত্তর নুনিয়ছড়া তিন রাস্তার মোড়, রাশিয়ান ফিশারী হাজী হাছন আলী স্কুল মাঠ, উত্তর নুনিয়রছড়া আর্মি মাঠ, ফিশারী ঘাট তৈয়্যাবিয়া মাদ্রাসার মাঠ, এয়ারপোর্ট পাবলিক হাই স্কুল মাঠ, পূর্ব নতুন বাহারছড়া কবরস্থান মাঠ, বড় কবরস্থান মাঠ, ৩নং ওয়ার্ডের- কানাইয়া বাজার, কস্তুরাঘাট, নূরপাড়া মাঠ, বড় বাজার, ৪নং ওয়ার্ডের- পেশকার পাড়া চৌমুহনী, টেকপাড়া বায়তুশ শরফ মসজিদ সংলগ্ন জনকল্যাণ মাঠ, টেকপাড়া বড় পুকুর পাড়, বার্মিজ স্কুল মাঠ, ফুলবাগ কালভার্ট, ৫নং ওয়ার্ডের- এস এম পাড়া আমি হোসেন প্রাথমিক বিদ্যালয় মাঠ, শহীদ তিতুমীর ইনস্টিটিউট মাঠ, হোসেনিয়া হেফজখানা ও এতিমখানা মাঠ, আলীর জাহাল ইসলামীয়া বালিকা দাখিল মাদ্রাসার মাঠ, জেলা পশু সম্পদ কর্মকর্তা কার্যালয়, ৬ নং ওয়ার্ডের ডিককুল হাজীর মক্তব মাঠ, পেতা সওদাগর পাড়া মসজিদের পাশের মাঠ, সিকদার পাড়া সাইক্লোন সেন্টার মাঠ, সাহিত্যিকা পল্লী স্কুল মাঠ, হাসেমিয়া মাদ্রাসার মাঠ, দক্ষিণ সাহিত্যিকা পল্লী দারুল উলুম মাদ্রাসা মাঠ, ৭নং ওয়ার্ডে- জেলা প্রাথমিক শিক্ষা অফিস মাঠ, এবিসি স্কুল মাঠ, রহমানিয়া মাদ্রাসার সংলগ্ন মাঠ, বশর ড্রাইভারের মাঠ, পূর্ব পাহাড়তলী, ৮নং ওয়ার্ডে- বায়তুশ শরফ স্কুল মাঠ, সিএন্ডবি কলোনী মাঠ, বায়তুল ইজ্জত মসজিদ মাঠ, বিবি হাজেরা জামে মসজিদ প্রাঙ্গন, ৯নং ওয়ার্ডে- ঘোনার পাড়া জামে মসজিদ মাঠ, মোহাজের পাড়া মাঠ, বাদশা ঘোনা মসজিদ সংলগ্ন মাঠ, খাজা মঞ্জিল জামে মসজিদ মাঠ, পূর্ব ঘোনার পাড়া সমাজের মাঠ, ১০ নং ওয়ার্ডে- মোহাজের পাড়া মসজিদ সংলগ্ন মাঠ, সিরাজ নাজির সড়ক মোড়, জলিল চত্বর মাঠ, আইপিবি মাঠ, ১১নং ওয়ার্ডে- বাহারছড়া ফোরকানিয়া মাদ্রাসার মাঠ, গণস্বাস্থ্য কেন্দ্র মাঠ, দক্ষিণ বাহারছড়া গোল চত্বর, কাউন্সিলর কোহিনুর ইসলামের বাড়ির সামনে, সিরাজ নাজির সড়ক অংশ, ১২ নং ওয়ার্ডে- কলাতলী প্রাইমারী স্কুল মাঠ, সৈকত পাড়া গণপূর্ত খেলার মাঠ, আদর্শ গ্রাম, লাইট হাউস পাড়া কিন্ডার গার্ডেনের পাশে গরু জবাই করা হবে।

কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম জানান, কোরবানি পশুর বর্জ্য অপসারণে আন্তরিক প্রচেষ্টাই থাকবে পৌর কর্তৃপক্ষ। আবহাওয়া ঠিক থাকলে একদিনেই জবাইকৃত পশুর বর্জ্য অপসারণ করা হবে।