সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সমিতির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

দিবসের কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে আইনজীবী সমিতি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯ টায় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ পাশাপাশি সমিতির মিলনায়তনে কোরআন খানি ও দোয়া মাহফিল দুপুর ১২ টায় কাঙালি ভোজের আয়োজন এবং ২ টায় আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন।

আলোচনা সভা শেষে শহীদের আত্মার মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মৌলানা নুরুল হক।