পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় শিশু নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত তৌহিদুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার(১৫আগস্ট) নির্যাতিত শিশু মিনহাজ উদ্দিনের পিতা গিয়াস উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, তৌহিদুল ইসলামের মালিকানাধীন পেকুয়া সদরের চৌমুহনী এলাকার মোটরসাইকেল গ্যারেজে বিনাবেতনে কাজ নেয় শিশু মিনহাজ উদ্দিন। গত চারমাস ধরে এ গ্যারেজে কাজ করতো সে। এরমধ্যে বিভিন্ন অজুহাতে শিশু মিনহাজকে নির্যাতন করতো গ্যারেজ মালিক তৌহিদ। সর্বশেষ গত মঙ্গলবার সকালে সঠিক সময়ে দোকানে না ফেরার অজুহাতে শিশু মিনহাজকে মারধর করে সে। এতে তার গাঁয়ে ক্ষতের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করে। এসময় পুলিশ অভিযান চালিয়ে নির্যাতক তৌহিদকে আটক ও ভুক্তভোগী শিশু মিনহাজকে উদ্ধার করে।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, শিশুটির পিতা গিয়াস উদ্দিনের দায়েরকৃত এজাহারকে সংশ্লিষ্ট আইনে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আটককে আদালতে প্রেরণ করা হয়েছে।