প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার জেলা যুবলীগের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ আগস্ট) বিকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা।

তিনি বলেছেন, আগস্ট মাস আসলেই স্বাধীনতা বিরোধীরা দেশে বড় ধরণের নাশকতা সৃষ্টির পায়তারা চালায়। যুবলীগ নেতা-কর্মীদের আদর্শিক রাজনীতি দিয়ে তাদের প্রতিহত করতে হবে। ৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যার পর থেকেই দেশে হত্যা, ক্যু-ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিল স্বাধীনতা বিরোধীরা। তাদের এ ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। যুবলীগের নেতা-কর্মীদের ঐকবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।

এড. সিরাজুল মোস্তফা শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন প্রসঙ্গে বলেন, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে জড়িত হলেন ঐ আগস্ট মাসের ষড়যন্ত্রকারীরা। তারা কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে কলুষিত করেছে, যা একে একে জাতির কাছে পরিস্কার হচ্ছে।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি আসনে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে যুবলীগকেই দায়িত্ব নেয়ার আহবান জানান।

জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খান বাহার মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এড. এ.কে.এম আহমদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ন-সম্পাদক এড. রনজিত দাশ, সদস্য জিএম আবুল কাশেম।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল, যুবলীগ নেতা নীতিশ বড়ুয়া, কুতুব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা মোঃ শহীদুল্লাহ, বাবুল ইসলাম বাহাদুর, জাহেদ ইফতেখার, জাফর আলম, এড. জিয়া উদ্দিন, হুমায়ুন কবির হিমু, অধ্যাপক আব্দুর রহিম, পলক বড়ুয়া আপ্পু, ফরিদুল আলম, জাহাঙ্গীর আলম, রামু উপজেলা যুবলীগের সভাপতি ও রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক ডালিম বড়ুয়া, আছাদ উল্লাহ, শাহেদ মোঃ এমরান, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেকার উদ্দিন পুতু, সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: বারেক, কুতুবদিয়া উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী, সেলিম উদ্দিন লিটন, আরিফুল ইসলাম, টেকনাফ পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক মো: আব্দুল্লাহ, মহেশখালী উপজেলা যুবলীগের সদস্য আহসান উল্লাহ প্রমুখ। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সদর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।