প্রেস বিজ্ঞপ্তি :

জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়রের পরিচালনায় রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচীর মধ্যে ১৪ আগষ্ট মঙ্গলবার বিকাল ৪টায় আলোচনা সভা পাবলিক লাইব্রেরী শহীদ সুভাষ হল, ১৫ আগষ্ট বুধবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ একই সাথে কালো পতাকা উত্তোলন। সকাল ৮টায় কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান। সকাল ৮.৩০ বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল, সকাল ৯টায় শোক র‌্যালীতে অংশ গ্রহণ, ১৭ আগষ্ট শুক্রবার সকাল ১০টায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ফ্রি চিকিৎসা ক্যাম্প এছাড়া ১৫ আগষ্ট সকাল ১১.৩০ মিনিটে কক্সবাজার স্টেডিয়ামে মানবভোজের আয়োজন করা হয়েছে। গৃহিত কর্মসূচী বাস্তবায়নের জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। মানবভোজ ব্যবস্থাপনা উপ-কমিটি, অর্থ উপ-কমিটি, শৃঙ্খলা উপ-কমিটি, প্রচার ও প্রকাশনা উপ-কমিটি, ফ্রি চিকিৎসা সেবা উপ-কমিটি। সভায় আরো গৃহীত কর্মসূচী বাস্তবায়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচী জেলার আওতাধীন সকল ইউনিটে পালন করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এছাড়া জাতীয় শোক দিবসে গৃহীত কর্মসূচী বাস্তবায়ন করার জন্য সকল স্থরের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান জেলা আওয়ামী লীগের সভাপতি এড.সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র।

উক্ত সভায় বক্তব্য রাখেন মোস্তাক আহমদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ সিআইপি, সায়মুম সরওয়ার কমল এম.পি, আশেক উল্লাহ রফিক এম.পি, শফিক মিয়া, এড. বদিউল আলম, রেজাউল করিম, মাহাবুবুল হক মুকুল, রনজিত দাশ, এড. আব্বাস উদ্দিন, মাহাবুবুর রহমান চৌধুরী, নাজনীন সরওয়ার কাবেরী, আবদুল খালেক, ডাঃ মাহবুবুর রহমান, ইউনুছ বাঙ্গালী, এড. ফরিদুল আলম, খোরশেদ আলম কুতুবী, খোরশেদ আলম, রাশেদুল ইসলাম, মোহাম্মদ হোসেন, শফিউল আলম চৌধুরী, মেয়র মকসুদ মিয়া, এম.এ মঞ্জুর, হেলাল উদ্দিন কবির, আবু হেনা মোস্তফা কামাল, আবু তাহের আজাদ, ড. নুরুল আবছার, মিজানুর রহমান, বদরুল হাসান মিলকী, অরুপ বড়–য়া তপু, নজিবুল ইসলাম, উজ্জ্বল কর, আওরঙ্গজেব মাতাব্বর, কায়সারুল হক জুয়েল, জহিরুল ইসলাম, ইসতিয়াক আহমদ জয়, নুরুল আলম সরকার, সাবেক ছাত্রনেতা আলী আহমদ, রমজান আলী প্রমুখ।