প্রেস বিজ্ঞপ্তি :
আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, ত্যাগী নেতাকর্মীদের আওয়ামী লীগ চিরদিন স্মরণ রাখে। যাদের অক্লান্ত পরিশ্রমে আওয়ামী লীগ আজ দক্ষিণ এশিয়ায় একটি সুসৃংখল সংগঠনে পরিণত হয়েছে আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। কুতুবজুমের সাবেক সভাপতি মাস্টার কবির আহমদও আওয়ামী লীগের জন্য অনেক ত্যাগ করেছেন। তার মৃত্যুতে কুতুবজুম আওয়ামী লীগে যে ক্ষতি হয়েছে তা অপুরণীয়। এই শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধুসহ শাহাদাত বরণকারী সকলের প্রতি শ্রব্ধা জানিয়ে তিনি বলেন, দেশ জাতি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তাই এখন দেশ এগিয়ে যাচ্ছে। সবাইকে আওয়ামী লীগের পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, উন্নয়ন অগ্রগতির জন্য শেখ হাসিনার বিকল্প নেই। তিনি গতকাল বিকেলে কুতুবজুম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কুতুবজুম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মাস্টার কবির আহমদ’র স্মরণ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। শোক সভার বিরতিতে আশেক উল্লাহ রফিক এমপিসহ নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক’র সভাপতিত্বে ও জাফর আলম’র সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় সভায় প্রধান অলোচক ছিলেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার লিয়াকত আলী, সহ-সভাপতি নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ নুরুল হুদা, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, উপজেলা আওয়ামী লীগ নেতা ডাঃ আমিরুজ্জামান আনজু, নুরুল আমিন খোকা মেম্বার, আবদুর রহিম, নুরুল ইসলাম, ঘটিভাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম কিবরিয়া সিকদার, জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক কাইচার সরওয়ার ছিদ্দিকী সোহেল, নুর মোহাম্মদ বাদশা, জয়নাল আবেদীন ও সকল ইউপি মেম্বার বৃন্দ।