নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:

চট্টগ্রামের পেকুয়া উপজেলা ছাত্র যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০আগস্ট) বিকেলে কাজেম আলী স্কুল এন্ড কলেজ মিলনায়তন এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পেকুয়া উপজেলা ছাত্র যুব কল্যাণ পরিষদের সভাপতি সোহেল আজিম ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় এ অনুষ্টান উদ্বোধন করেন মেরন সান স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। প্রধান আলোচকের বক্তব্য দেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্টাতা লায়ন: মোঃ মুজিবুর রহমান। বিশেষ অতিথি বক্তব্য দেন এডভোকেট মোঃ মহিউদ্দিন, নাছির উদ্দিন, সৈয়দ মোঃ তৌহিদুল ইসলাম, রোটারিয়ান ডাঃ আনোয়ার হোসেন মানিক, প্রকৌশলী ফয়জুল আলীম আলো, ভি.পি আবু তাহের, এম এ হাসান, এম হামিদ হোছাইন, মোঃ রিয়াজ উদ্দিন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম শাহাদাত হোসাইন ও সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, হারুন অর রশিদ, বেলাল উদ্দিন, কাইছার হামিদ, বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ- রিদুয়ানুল ইসলাম, ইকফাত ফয়সাল ছোটন, ওয়াসিম আকরাম, শওকত হোছাইন, শাহ নেওয়াজ সুমন, মোহাম্মদ ইলিয়াছ, শাহজামাল, আরফান উল্লাহ ও মো: নুর প্রমূখ।

এ অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হওয়া তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ও সদ্য বিসিএস ক্যাডারভুক্ত হওয়া পেকুয়ার কৃতি সন্তান মোঃ শাহজাহান, নজরুল ইসলাম, তাহের শওকত ও জুডিশিয়াল সার্ভিসে নিয়োগপ্রাপ্ত মুজিবুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে তৈয়ব, রিদুয়ান শেখ, শাহনেওয়াজ, ফোরকান, মুফিজ সিকদার, মিজান, বাপ্পা, কমল, নিশাদ, আজিজ, নুরুল মোস্তফা, আজগর, কামরুল, রাশেদসহ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।