স্পোর্টস ডেস্ক:
গত মে মাসে আন্দ্রেস ইনিয়েস্তা বার্সেলোনার সঙ্গে ২২ বছরের সম্পর্কচ্ছেদ করে পারি জমিয়েছেন জাপানিজ ক্লাব ভিসেল কবেতে। এই স্প্যানিয়ার্ড চলে যাওয়ায় বার্সেলোনার নেতৃত্বভার পড়েছে এখন লিওনেল মেসির উপর।

মেসির দায়িত্ব নেয়াটা বিস্ময় ছড়ানোর মত খবর নয়। ২০১৫ সাল থেকে ক্লাবটির সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আর্জেন্টাইন সুপারস্টার। ইনিয়েস্তা না থাকলে তিনি অধিনায়ক হবেন, জানাই ছিল।

মেসি নতুন অধিনায়ক হওয়ার পর তার সহকারী হিসেবে বেছে নেয়া হয়েছে সার্জিও বুসকেটসকে। দলের তৃতীয় ও চতুর্থ অধিনায়ক পদে থাকবেন জেরার্ড পিকে আর সার্জি রবার্তো। এই চার অধিনায়কই বার্সেলোনার যুব প্রকল্প থেকে উঠে এসেছেন।

২০০১ সালে বার্সেলোনায় ক্যারিয়ার শুরু করা মেসি ক্লাবের রেকর্ড গোলদাতা। ৩১ বছর বয়সী এই তারকা ক্যারিয়ারের বাকি সময়টা বার্সেলোনাতেই কাটাবেন বলে মনে করা হচ্ছে।