সংবাদ বিজ্ঞপ্তি:

চকরিয়া প্রেস ক্লাবের বিশেষ সভা  ১০আগষ্ট সন্ধ্যা ৬ টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া প্রেস ক্লাবের বিগত কমিটির সভাপতি মো: আবদুল মজিদের সভাপতিত্বে ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক বিএম হাবিব উল্লাহ’র সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরী, বিশেষ অতিথি ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের আজিবন দাতা সদস্য, মা শিশু ও জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকারিয়া।

বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি এমএইচ আরমান চৌধুরী, সহসভাপতি জহিরুল আলম সাগর, সাবেক সহসাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, অর্থ সম্পাদক একেএম বেলাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক এসএম হান্নান শাহ, সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খোকন, নির্বাহী সদস্য আবদুল মতিন চৌধুরী, সদস্য মোস্তফা কামাল, জহিরুল ইসলাম, এম আলী হোসেন, মাস্টার মো: জাহেদ, নির্বাহী সদস্য এম মনছুর আলম, অলি উল্লাহ রনি, এম নুরুদ্দোজা জনি, আবুল হোসেন, সদস্য শাহজালাল শাহেদ, ফেরদৌস ওয়াহিদ, সাঈদী আকবর ফয়সাল, আবদুল করিম বিটুসহ প্রেস ক্লাবের সদস্য, জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সভায় প্রেস ক্লাবের নির্বাচন সংক্রান্ত গঠিত আহবায়ক কমিটির চলমান সার্বিক কার্যক্রম নিয়ে সদস্যরা বক্তব্য রাখেন এবং বিগত ১মাস ১৯দিন সময়ের মধ্যে নির্বাচনী কোন পরিবেশ সৃষ্টি না করায় সদস্যরা অসন্তোষ্ট প্রকাশ করেন। সদস্যদের বক্তব্য পর্যালোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জাকের উল্লাহ চকোরী তার বক্তব্যে প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য আগামী ৭ সেপ্টেম্বর’১৮ইং সম্ভাব্য তারিখ ঘোষণা দেন এবং আগামী ১১ দিনের মধ্যে সাবেক সভাপতি এম আর মাহমুদের নেতৃত্বাধীন চলমান নির্বাচনী আহবায়ক কমিটিকে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করার জন্য প্রস্তাবনা রাখেন।

একই সাথে তিনি (জাকের উল্লাহ চকোরী)সহ বিগত ২টি নির্বাচনের ন্যায় চলমান কমিটিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।