প্রেস বিজ্ঞপ্তি :

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী দিবস উদযাপন পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে ৯ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর পোর্ট সিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। Indigenres peoples migration and movement এই প্রতিপাদ্যকে নিয়ে আলোচনা শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য প্রধান করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি শ্রী আরাধ্য পাল খীসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি মহাথের ।

আদিবাসী দিবস অনুষ্ঠানকে সংহতি জানিয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি আল কাদেরী জয়, বাংলাদেশ ট্টেড ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক নুরচ্ছাফা ভূইয়া,আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জে.বি. এস আনন্দবোধি ভিক্ষু,আদিবাসী শ্রমজীবি কল্যান সমিতির সাধারন সম্পাদক চিকো চাকমা ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ – সাধারন সম্পাদক দীপন চাকমা।

সভায় বক্তারা সরকারের সকল কর্মক্রম ও উন্নয়নকে স্বাগত জানিয়ে পার্বত্য চট্টগ্রামসহ গোটা বাংলাদেশের ক্ষুদ্র জাতি সমূহকে সাৎবিধানিক অধিকার স্বীকৃতি প্রদানসহ ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বাস্তবায়ন করে মানবিক দৃষ্টি সম্পন্ন হওয়ার আহবান জানান। উক্ত সভায় সভাপতিত্ব করেন আদিবাসী শ্রমজীবী কল্যান সমিতির কেন্দ্রীয় সভাপতি রমেল চাকমা এবং সভা পরিচালনা করেন সেতুলাল চাক্মা ।