এফ এম সুমন, পেকুয়া:
সি সি ক্যামেরার আওতায় আসলো পেকুয়া উপজেলার অন্যতম বিদ্যাপীঠ পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর ফলে শ্রেণী কক্ষে পাঠদান সহ শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা যাবে বলে বলছেন কলেজটির অধ্যক্ষ ওবায়দুল রহমান। গত ৪ আগস্ট উচ্চ ভিডিও ধারণ ক্ষমতাসম্পন্ন এই ক্যামেরাগুলো বসানো হয়। যার ফলে কলেজের শ্রেণীকক্ষ, আসা যাওয়ার পথ,  হোস্টেল, লাইব্রেরী, অফিস, বিজ্ঞানাগারসহ প্রায় সব গুরুত্বপূর্ন জায়গা এই ক্যামেরার আওতায় চলে আসলো।

সিসি ক্যামেরা বসানোর ফলে শিক্ষার্থীদের মাঝেও দেখা যাচ্ছে উৎসাহ। কলেজের ১ম বর্ষের ছাত্র মুজাহিদ বলেন, এই ক্যামেরার ফলে আমরা অনেক মনোযোগী এবং সময়মতো সকল শিক্ষককে ক্লাসে পাচ্ছি।

কলেজের ইসলামের ইতিহাস বিভাগে সহকারী অধ্যাপক চৌধুরী আজম খান বলেন, কলেজের আশেপাশে সহ শ্রেণীকক্ষে বসানো এই ক্লোজ সার্কিট ক্যামেরার ফলে কলেজে বিশৃঙ্খলা বা যেকোন অপরাধ কমে আসবে। ছাত্রছাত্রীরা সবসময় সজাগ থাকবে।। এদিকে পেকুয়ার এতো গুরুত্বপূর্ন জায়গায় সিসি ক্যামেরা বসানোর জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবকসহ পেকুয়ার সচেতন নাগরিকেরা।