নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরে মাদক ও অবৈধ মোটরযানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে। ৮ আগষ্ট বুধবার বেলা ১২টায় অভিযানটি পরিচলানা করা হয়। শহরে আমেনা খাতুন উচ্চ বিদ্যালয় সংলগ্ন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে উক্ত মাদকসেবীকে ১ বোতল মদ ও সংশ্লিষ্ট মাদক সরঞ্জামসহ হাতে নাতে আটক করা হয়।

এদিকে রুট পারমিট ও ফিটনেস না থাকায় ৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভ্রাম্যমান আদালত। এসময় আরও ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। শহরের কলাতলী, সুগন্ধা পয়েন্ট, বাসটার্মিনাল ও লিংকরোড এলাকায় এঅভিযান চালানো হয়। বুধবার বেলা ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চলে।

অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী মুঠোফোনে অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।