সংবাদ বিজ্ঞপ্তি:

জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেছেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র জননেতা মুজিবুর রহমান। বুধবার সকালে জেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে আলাদাভাবে জেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকেও ফুলেল শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ, কাউন্সিলর মাহবুবুর রহমান চৌধুরী, নাজনীন সরওয়ার কাবেরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ¦ শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম, হেলাল উদ্দিন কবির, বদরুল হাসান মিল্কী, পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, সহ-সভাপতি হাজী এনামুল হক, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সদর উপজেলা আ’লীগের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহমদুল করিম মাদু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, শফিকুল কাদের, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনছারী, রফিকুল ইসলাম প্রিন্স, নুসরাত জাহান মুন্নী, কাউন্সিলর শাহেনা আকতার পাখি, কাউন্সিলর ইয়াছমিন আকতার, কাউন্সিলর কাজী মোরশেদ আহম্মদ বাবু, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, গিয়াস উদ্দিন, নাছির উদ্দিন, এবি ছিদ্দিক খোকন, শাহজাহান ছিদ্দিকী, খোরশেদ আলম, মোহাম্মদ আজিম, জিএম কাশেমসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান ও কাউন্সিলররা।