সংবাদ বিজ্ঞপ্তি:

ঢাকায় শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে কর্তব্যরত সাংবাদিকদের ওপর নির্মম-বর্বরোচিত হামলার প্রতিবাদে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি মুহম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য বক্তারা বলেন, দিবালোকে সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলা করা হয়েছে। একটি গণতান্ত্রিক দেশে যা কখনো কাম্য নয়। হামলাকারীরা প্রকাশে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনতে হবে। এছাড়া নিরাপরাধ আন্দোলনকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার করতে হবে। গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলা চালিয়ে, হত্যা-নির্যাতন চালিয়ে সাংবাদিক সমাজকে স্তব্ধ করা যাবে না।

বক্তারা বলেন, যখনই কোনো পত্রিকা বা গণমাধ্যমের ওপর আঘাত আসবে, সেটি সরকার বা কোনো রাজনৈতিক দল বা যে কোনো জায়গা থেকেই আসুক, সেখানে গণমাধ্যমের পক্ষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমানে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার সেই সময় এসেছে। প্রয়োজনে তোষামোদকারীদের বাদ দিয়ে চলতে হবে এক্যবদ্ধ হয়ে। নচেৎ আগামীতে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, দৈনিক সৈকতের সম্পাদক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবর রহমান, জেষ্ঠ্য সাংবাদিক কামাল হোসেন আজাদ, জেইউসি’র সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার ভিশনের সম্পাদক আনছার হোসেন, এম. আর মাহবুব, ইব্রাহিম খলিল মামুন, ইমাম খাইর, এম.এ আজিজ রাসেল, আবদুল মতিন চৌধুরী, ছৈয়দ আলম, ইসলাম মাহমুদ, আবদুর রহমান, নুরুল হক চকোরী, আতিকুর রহমান মানিক।

পরে কক্সবাজার প্রেসক্লাবের সামনে মৌন মিছিল করেন সাংবাদিকরা।