সংবাদ বিজ্ঞপ্তি :

জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুবজোট, কক্সবাজার জেলার কার্যনির্বাহী কমিটির সভা ৭ আগষ্ট মঙ্গলবার বিকাল ৪টায় জেলা জাসদ কার্যালয়ে জেলা সভাপতি, কেন্দ্রীয় ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক রমজান আলী সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ হিমুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৬ আগষ্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত কর্মসূচী সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক শাহজাহান চৌধুরী শাহীন আহবায়ক, রফিকুল ইসলাম সিরাজী, নুরুল আলম, সোহেল রানাকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সহ-সভাপতি আবদুর রহিম, সহ-সভাপতি সাংবাদিক শাহজাহান চৌধুরী শাহীন, সহ-সভাপতি নুরুল আলম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সিরাজী, যুগ্ম সম্পাদক আজম খান, যুগ্ম সম্পাদক মোঃ জাকের হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ আমান উল্লাহ আমান, যুগ্ম সম্পাদক শামশুল আলম, অর্থ সম্পাদক দিদারুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল রানা, কৃষি বিষয়ক সম্পাদক একরামুল হক কন্ট্রাক্টর, সহ-সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম অভি, সদস্য মোঃ পারভেজ, মোঃ মনজুর, দেলোয়ার হোসেন প্রমুখ। সভায় নেতৃবৃন্দরা বলেন, শোকের মাস আগষ্টে পুরনো শকুনরা আবারও মাথাচারা দিতে চায়। তারা কোমলমতি ছাত্র ছাত্রীদের আন্দোলনকে রাজনীতি করণের মাধ্যমে সরকার উৎখাতের যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, তা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪দলের নেতৃবৃন্দরা সফলতার সাথে মোকাবেলা করে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নসাৎ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মহাজোট সরকারের সকলকে জাতীয় যুবজোটের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় এবং আগামী ১৬ আগষ্ট জাতীয় যুবজোটের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে উপস্থিত থাকার আহবান জানানো হয়।