হাবিবুর রহমান সোহেল, নাইক্ষ্যংছড়ি:
কক্সবাজার উত্তর বন বিভাগের বাঁকখালী রেঞ্জের কচ্ছপিয়া বনবিটের আওতাধীন ফাক্রির কাটা মুরাপাড়ায় সরকারী বন বিভাগের বিশাল পাহাড় কেটে ফসলি জমি বানানোর কাজ চালিয়ে আসছিল কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের আহমেদ চকিদার।খবর পেয়ে গত ৫ আগষ্ট সকালে ঝটিকা অভিযানে করেন কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারি বনসংরক্ষক বেলায়েত হোসেনের নেতৃত্বে বনকর্মকর্তা- কর্মচারীদের একটি টিম।

সরেজমিন পরিদর্শনে গিয়ে পাহাড় কাটার বিশাল দৃশ্য দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন বন কর্মকর্তা-কর্মচারীদের নেতৃত্বে থাকা সহকারী বনসংরক্ষক বেলায়েত হোসেন।তিনি পাহাড় কাটায় অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

মামলা দায়ের করার সত্যতা স্বীকার করে কচ্ছপিয়া বন বিট কর্মকর্তা তপন পাল জানান,অভিযুক্ত আহমেদুর চকিদার কে প্রধান আসামী করে তিন জনের বিরুদ্ধে তিনি বাদী হয়ে আজ ৬ আগস্ট আদালতে পাহাড় কর্তনের ধারায় মামলা দায়ের করেছেন।

এদিকে সামাজিক বনায়ন উপকারভোগী কমিটির সভাপতি মফিদুর রহমান ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম জানান,পাহাড় কাটার দায়ে বন বিভাগ মামলা দায়ের করার কারনে ক্ষিপ্ত হয়ে আহমেদুর চকিদার স্হানীয় পুলিশ ফাঁড়িতে মিথ্যা অভিযোগ দিয়ে নিরীহ মানুষ কে হয়রানী করছে আবার আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার হুমকি দিচ্ছে অপরাধী চক্র।