আদালত প্রতিবেদক: 

কক্সবাজারের সংবাদকর্মী ও আইনজীবী সহকারী বেলাল আজাদ হামলা মামলার আসামী উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিনের পশ্চিম সোনাইছড়ি গ্রামের বাদামতলী এলাকার মোজাফ্ফরের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হোছন আমদ (৪০) ইযাবা ট্যাবলেটের (মাদকদ্রব্য আইনের) মামলায় অবশেষে কারাগারে গেছে।

গত ৩ আগষ্ট উখিয়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোনাইড়ির বাদামতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে
কক্সবাজার আদালতে সোর্পদ করা হলে কর্তব্যরত বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এলাকার চিহ্নিত ও দুর্ধর্ষ সন্ত্রাসী এবং ইয়াবাসক্ত ও ট্যাবলেট ব্যবসায়ী হোছন আহমদের বিরুদ্ধে স্থানীয় ফকির আহমদের ছেলে রশিদুল আলম হত্যা চেষ্টা ও অঙ্গহানির মামলা নং:জি.আর-১১২/২০১৭ (উখিয়া থানা), মৃত মোঃ আলমের ছেলে
শফি আলম হত্যা চেষ্টা ও অঙ্গহানির মামলা নং:জি.আর-৩৫/২০১৭ (উখিয়া থানা), সংবাদকর্মী ও আইনজীবী সহকারী বেলাল আজাদ হত্যাচেষ্টা ও অঙ্গহানির মামলা নং:জি.আর-১৬৪/২০১৮ (উখিয়া থানা), সোনারপাড়া এলাকার চেহের আলমের ছেলে ছৈয়দ আলমের বোট চুরি ও ছিনতাই মামলা নং:সি.আর-২০০/ ২০১৭ (উখিয়া কোর্ট) এবং ২০১৬ সালে চট্টগ্রাম শহরে মাদকদ্রব্য অধিদপ্তরের হাতে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেটের চালান সহ হাতেনাতে ধৃত ও দীর্ঘ কারাগারে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা নং:দায়রা-৬৪৫৫/ ২০১৬ (সদরঘাট থানা) সহ বিভিন্ন অপরাধে এক ডজনের মত মামলা আছে।

উখিয়া পুলিশ কোর্টের জিআরও জাহেদ কুখ্যাত হোছন আহমদ গত ৩ আগষ্ট থেকে কারাবন্দি থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।