এম.মনছুর আলম, চকরিয়া :

“সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি সড়কে দূর্ঘটনা রোধ করার লক্ষে কক্সবাজার পিকআপ মিনিট্রাক মালিক সমিতি ও পিকআপ মিনিট্রাক শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার(৬অাগস্ট) বিকাল ৫টার দিকে ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে মালিক শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কক্সবাজার পিকআপ মিনিট্রাক মালিক সমিতির সভাপতি মো: মহিউদ্দিন, পিকআপ মিনিট্রাক শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, সিনিয়র সদস্য মো: কুতুব উদ্দিন, সদস্য আবু তাহের কাজলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির (ওসি) মো: আলমগীর হোসেন গাড়ীর মালিক সমিতি ও শ্রমিক নেতাদের বলেন, দেশে ট্রাফিক আইন মেনে সড়কে যানবাহন চলাচল করলে সহজে কোন ধরণের দূর্ঘটনা হবেনা। যারা যানবাহন চালায় তারা অধিকাংশ এ আইন মানেনা ফলে দূর্ঘটনার শিকার হয়।ট্রাফিক আইন সম্পর্কে সচেতনা সৃষ্টি হলে সড়কে কোন দূর্ঘটনা হওয়ার শঙ্কা নেই।তিনি বলেন, সকল গাড়ীর মালিকদের তাদের গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্র সব সময় সচল থাকা প্রয়োজন।ফিটনেসবিহীন সব ধরণের গাড়ী রাস্তায় যেন না উঠার ব্যাপারে তাগাদা দেন।এছাড়াও গাড়ীতে অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকের হাতে গাড়ী তুলে  না দেয়ার জন্যও নির্দেশনা প্রদান করেন। বর্তমান সরকার সড়ক দূর্ঘটনার ব্যাপারে কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছেন। সড়কে দূর্ঘটনা রোধ করতে সবাইকে সচেতন হতে হবে বলে তিনি জানান।