জে.জাহেদ, চট্টগ্রাম :

নিরাপদ সড়কের দাবিতে যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছে তাতে শিক্ষা হয়েছে। পুলিশ জনগণকে সচেতন করার সুযোগ পেয়েছে। যে সব কারণে পুলিশ আইন প্রয়োগ করতে পারে না সে সব কারণ অতিক্রম করার সুযোগ এসেছে। কথাগুলো বলেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। সোমবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ট্রাফিক আইন ভঙ্গের দায়ে চট্টগ্রাম মহানগরীতে প্রতি মাসে চার কোটি টাকা জরিমানা করা হলেও আইন ভাঙার প্রবণতা কমেনি। কারণ হচ্ছে আইন না মানার সংস্কৃতি। আর আইন না মেনে টিকে থাকা যায় এই অভ্যাসটা গড়ে উঠেছে বলেই এখন পর্যন্ত শতভাগ সফল হয়নি। গাড়ি চালকদের সচেতন করতে না পারলে এ কাজে সফলতা আসবে না। পরে একটি শোভাযাত্রা দামপাড়া পুলিশ লাইন থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় পুলিশ সদস্যরা গাড়ি চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।