চকরিয়া প্রতিনিধি:

চকরিয়ার ডুলাহাজারায় হেলাল বাহিনীর প্রধান হেলাল উদ্দিন (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। হেলাল তার বাহিনী নিয়ে এক নিরীহ পরিবারের বসতঘরে হামলা ও ভাংচুরের ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ মো: বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন সংগীয় পুলিশ ফোর্স নিয়ে গত ৪ আগষ্ট সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান চালায়। বাহিনী প্রধান ধৃত হেলালের বিরুদ্ধে ডুলাহাজারা নতুন পাড়া এলাকার মৃত আবুল হাসেমের পুত্র আবুল কালাম দাবী হয়ে দায়ের করা (জিআর ৯০৩/১৭) মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। ধৃত হেলাল ডুলাহাজারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে পাগলিরবিল ভিলেজার পাড়ার আবুল খায়েরের পুত্র। হেলাল উদ্দিন তার ভাইদের এবং সন্ত্রাসী প্রকৃতি লোকজনকে সাথে নিয়ে হেলাল বাহিনী নামে একটি বাহিনী গঠন করে এলাকায় জমি জবরদখলসহ অপরাধ মূলক নানান কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এতে ভূক্তভোগী জমির মালিক আবুল কালাম নিরুপায় হয়ে হেলাল উদ্দিন, তার ভাই নেজেম উদ্দিন, ফায়সালসহ অজ্ঞাত ১০/১২ জনকে বিবাদী করে মামলাটি দায়ের করেন। ওই মামলায় ইতিপূর্বে হেলালের ভাই নেজাম উদ্দিন গ্রেফতার হয়ে জেল হাজতে যায়। পরে নেজাম জামিনে এসে পূর্ণরায় হেলাল তার বাহিনী নিয়ে হামলা ও বাড়ী ভাংচুরের ঘটনা ঘটায়। বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে হেলাল উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।