সাইফুদ্দিন আযাদ :
কক্সবাজার সিটি কলেজে মার্স্টাস প্রিলি: ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন হয়েছে। আজ ০৫ আগষ্ট,রবিবার অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ক্লাসের সভাপতিত্ব করেন অধ্যক্ষ ক্য থিং অং। তিনি বলেন – এক সময়ের মার্স্টাস প্রিলিমিনারী সম্পন্ন করার সুযোগ কক্সবাজার জেলায় ছিলনা, সেই সুযোগ হাতের নাগালে আমরা এনে দিয়েছি। তার সুফল এখন জেলাবাসী পাচ্ছে।

ওরিয়েন্টেশন ক্লাসে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবু মুহাম্মদ জাফর সাদেক, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান গোপাল কৃষ্ণ দাশ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শাহনুর আকতার,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান অধ্যাপক এস এম আকতার উদ্দিন চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এহেছানুল হক হেলালী, ব্যাবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক মংম্রাছিন, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক তসলিমা রশিদ ।  বিভাগীয় শিক্ষকদের মধ্যে বিশেষ ক্লাস গ্রহণ করেন অধ্যাপক শাহনেওয়াজ মুশের্দ, অধ্যাপক সৈয়দা রিফাত জাহান, অধ্যাপক নুরুল হুদা,  অধ্যাপক দিদারুল ইসলাম,অধ্যাপক সুরাইয়া সুলতানা ,অধ্যাপক জমির হোসেন। এতে পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন মোহাম্মদ হারুন, গীতা পাঠ করেন নিমাই রুদ্র, ত্রিপিঠক পাঠ করেন অধ্যাপক মং ওয়ান নাইন। ওরিয়েন্টেশন ক্লাস শেষে নবাগত ছাত্র-ছাত্রীদের আপ্যায়ন করা হয়।