মো. নুরুল করিম আরমান, লামা:

বান্দরবানের লামা উপজেলায় ইঞ্জিন চালিত এক যাত্রীবাহি নৌকা ডুবে ৩ ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শনিবার বিকালে উপজেলার ওপর দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদীর লামামুখ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন- লামা সদর ইউনিয়নের নতুন লাইল্যাপাড়ার বাসিন্দা পয়েন ম্রোর ছেলে মেনপ্রে মুরুং (৩৫), তাউপাড়ার বাসিন্দা চিংক্রাত ম্রোর ছেলে রেংপং ম্রো (৪০) ও ফাইতং ইউনিয়নের চিংকক পাড়ার বাসিন্দা লুলেক ম্রো (৫০)। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা কাজ করছে।

স্থানীয়রা জানায়, শফিকুলের ইঞ্জিন চালিত নৌকা যোগে শনিবার বিকাল ৪টার দিকে মেনপ্রে মুরুং, রেংপং ম্রো ও লুলেক ম্রোসহ ১৭জন পোপা হেডম্যানপাড়ায় যাচ্ছিলেন। নৌকাটি নদীর পোপা খালের মোহনায় পৌঁছলে স্রোতের টানে ডুবে যায়। এ সময় নৌকা চালকসহ অন্যরা সাঁতার কেটে পাড়ে ওঠতে পারলেও তিনজন ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা উদ্ধার অভিযানে নামেন। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নিখোঁজদের উদ্ধার সম্ভব হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার বিশান্ত বড়–য়া বলেন, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

নদীতে ডুবে তিনজন নিখোঁজ হওয়ার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা বলেন, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা কাজ করছে।