প্রেস বিজ্ঞপ্তি :

মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারি শিক্ষক মাস্টার মকছুদ আলমের (৩৫) অকাল মৃত্যুতে হাজী আলিম ফাউন্ডেশনের সকল সদস্যগণ গভীরভাবে শোকাহত এবং শোক প্রকাশ করেন।পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।উল্লেখ্য গত ৩১ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে সাতদিন চিকিৎসাধীন থাকাবস্থায় সকলের এই প্রিয় শিক্ষক ইন্তেকাল করেন।১ আগস্ট বুধবার বিকাল ২ টা ত্রিশ মিনিটের সময় মহেশখালী পৌরসভার দঃ ঘোনাপাড়াস্থ কবরস্থানে জানাযা শেষে দাফন করা হয়।শোক বিবৃৃতিতে জানা যায়, ব্যক্তি জীবনে মরহুম মকছুুদ সহজ সরল, দ্বীনি সেবা, সমাজ সেবা এবং সাধারণ জীবন যাপন করতেন।তাই এলাকার নারী পুরুষ সকলের কাছে একজন আদর্শ মানুষ হিসেবে ব্যাপক পরিচিতি ছিল।তিনি একাউন্টিং বিষয়ে ভাল পারদর্শী হওয়ায় স্কুল কলেজের ছাত্রদের কাছেও খুবই বন্ধুবৎসল শিক্ষক ছিলেন।মকছুদ আলম হাজী আলিম উদ্দিন বংশের মরহুম মকবুল আহমদের বড় ছেলে মোকতার আহমদের বড় সন্তান।মৃত্যুর সময় ২ মেয়ে ১ স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যু অপুরণীয় বলে মন্তব্য করে মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করার প্রার্থনা করেন।