মো: ছফওয়ানুল করিম, পেকুয়া :

কুতুবদিয়ায় পেকুয়া শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।  ৩ আগষ্ট সকালে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও পেকুয়া শহীদ জিয়া বিএম ইনষ্টিটিউশনের অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌধুরী। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ, সিনিয়র শিক্ষক বদরুল আনাম, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি মো: ছফওয়ানুল করিম, কক্সবাজার জজ কোর্টের আইনজীবি এডভোকেট মীর মোশারফ হোসেন টিটু, পেকুয়া শহীদ জিয়া বিএম ইনষ্টিটিউটের প্রভাষক শাহাব উদ্দিন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রভাষক আজিজুর রহমান, পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের শিক্ষক জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী রেজাউল করিম মুন্না প্রমূখ। আলোচনা সভা শেষে কয়েকশ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের হাতে সনদ ও বৃত্তির টাকা প্রদান করা হয়। উল্লেখ্য ২০১৭ সালে কক্সবাজার জেলার সর্ববৃহৎ এ বৃত্তি পরীক্ষায় কুতুবদিয়া উপজেলা থেকে বিভিন্ন শ্রেণীর প্রায় ১৯০০ শিক্ষার্থী অংশ নেয়। বৃত্তি পরীক্ষাটির আয়োজন করেন পেকুয়াস্থ মৌলভী ছাঈদুল হক ফাউন্ডেশন এবং এ বৃত্তির প্রধান ও একমাত্র পৃষ্ঠপোষক হচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।